আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩০- ওয়াকালাত (অন্যের পক্ষে কর্ম সম্পাদন) অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৩১৩
১৪৪০. ওয়াকফকৃত সম্পদে ওয়াকীল নিয়োগ, ও তার ব্যয়ভার বহন এবং তার বন্ধু- বান্ধবকে খাওয়ানো, আর নিজেও শরী‘আত সম্মতভাবে খাওয়া।
২১৬৩। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ....আমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) এর সাদ্‌কা সম্পর্কিত লিপিতে ছিল যে, মুতাওয়াল্লী নিজে ভোগ করলে এবং তার বন্ধু-বান্ধবকে আপ্যায়ন করালে কোন গুনাহ নেই; যদি মাল সঞ্চয় করার উদ্দেশ্যে না থাকে। ইবনে উমর (রাযিঃ), উমর (রাযিঃ)- এর সাদ্‌কার মুতাওয়াল্লী ছিলেন। তিনি যখন মক্কাবাসী লোকদের নিকট অবতরণ করতেন, তখন তাদেরকে সেখান থেকে উপঢৌকন দিতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ২১৬৩ | মুসলিম বাংলা