কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ২০৬৪
আন্তর্জাতিক নং: ২০৬৪
কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
২০৬৮। সুলাইমান ইবনে দাউদ (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার আমার কাছে আসলেন তখন আমার কাছে একজন ইয়াহুদী রমণী ছিল। সে বলছিল যে, তোমরা কবরের ফিত্‌নার সম্মুখীন হবে। তখন রাসূলুল্লাহ (ﷺ) অস্থিরতার সাথে বললেন, ইয়াহুদিরাই ফিত্‌নার সম্মুখীন হবে। আয়িশা (রাযিঃ) বলেন, কয়েক রাত্র এভাবে অতিবাহিত হবার পর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার নিকট ওহী এসেছে যে, তোমরা কবরের ফিত্‌নার সম্মুখীন হবে। আয়িশা (রাযিঃ) বলেন, এরপর আমি। রাসূলুল্লাহ (ﷺ)-কে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে শুনেছি।
باب التَّعَوُّذِ مِنْ عَذَابِ الْقَبْرِ
أَخْبَرَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، عَنِ ابْنِ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدِي امْرَأَةٌ مِنَ الْيَهُودِ وَهِيَ تَقُولُ إِنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ . فَارْتَاعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ " إِنَّمَا تُفْتَنُ يَهُودُ " . وَقَالَتْ عَائِشَةُ فَلَبِثْنَا لَيَالِيَ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهُ أُوحِيَ إِلَىَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ " . قَالَتْ عَائِشَةُ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدُ يَسْتَعِيذُ مِنْ عَذَابِ الْقَبْرِ .
সুনানে নাসায়ী - হাদীস নং ২০৬৪ | মুসলিম বাংলা