কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৯৯৩
আন্তর্জাতিক নং: ১৯৯৩
যে মৃত ব্যক্তির উপর একশত জন জানাযার নামায আদায় করে তার ফযীলত
১৯৯৭। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আবু বাক্কার হাকাম ইবনে ফাররুখ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের নিয়ে আবুল মালীহ (রাহঃ) এক মৃত ব্যক্তির জানাজার নামায আদায় করছিলেন। আমরা ধারণা করলাম যে, তিনি হয়তো তাকবীর বলে ফেলেছেন। ইত্যবসরে তিনি আমাদের দিকে মুখ ফিরিয়ে বললেন, তোমরা কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যাও এবং উত্তমরূপে সুপারিশ কর।
আবুল মালীহ (রাহঃ) বলেন যে, আমার কাছে আব্দুল্লাহ ইবনে সালীত (রাযিঃ) নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মুল মু’মিনীন মায়মুনা (রাযিঃ) থেকে আমার কাছে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ আমাকে নবী (ﷺ) অবহিত করেছেন যে, এমন কোন মৃত ব্যক্তি নেই যার উপর মানুষ জানাযার নামায আদায় করে, আর তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করা হবে না। রাবী বলেন, আমি আবুল মালীকে দলে লোকের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, চল্লিশজন।
আবুল মালীহ (রাহঃ) বলেন যে, আমার কাছে আব্দুল্লাহ ইবনে সালীত (রাযিঃ) নবী (ﷺ)-এর সহধর্মিণী উম্মুল মু’মিনীন মায়মুনা (রাযিঃ) থেকে আমার কাছে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেনঃ আমাকে নবী (ﷺ) অবহিত করেছেন যে, এমন কোন মৃত ব্যক্তি নেই যার উপর মানুষ জানাযার নামায আদায় করে, আর তার ব্যাপারে তাদের সুপারিশ গ্রহণ করা হবে না। রাবী বলেন, আমি আবুল মালীকে দলে লোকের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, চল্লিশজন।
باب فَضْلِ مَنْ صَلَّى عَلَيْهِ مِائَةٌ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ أَبُو الْخَطَّابِ، قَالَ حَدَّثَنَا أَبُو بَكَّارٍ الْحَكَمُ بْنُ فَرُّوخٍ، قَالَ صَلَّى بِنَا أَبُو الْمَلِيحِ عَلَى جَنَازَةٍ فَظَنَنَّا أَنَّهُ قَدْ كَبَّرَ فَأَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ أَقِيمُوا صُفُوفَكُمْ وَلْتَحْسُنْ شَفَاعَتُكُمْ قَالَ أَبُو الْمَلِيحِ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ - وَهُوَ ابْنُ سَلِيطٍ - عَنْ إِحْدَى أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَهِيَ مَيْمُونَةُ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ أَخْبَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مَيِّتٍ يُصَلِّي عَلَيْهِ أُمَّةٌ مِنَ النَّاسِ إِلاَّ شُفِّعُوا فِيهِ " . فَسَأَلْتُ أَبَا الْمَلِيحِ عَنِ الأُمَّةِ فَقَالَ أَرْبَعُونَ .
