কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৯২৩
আন্তর্জাতিক নং: ১৯২৩
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
না দাঁড়ানোর অনুমতি
১৯২৬। মুহাম্মাদ ইবনে মানসুর (রাহঃ) ......... আবু মা’মার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একদা আলী (রাযিঃ)-এর নিকট ছিলাম। এমন সময় তার কাছ দিয়ে একটি জানাজা গেলে তারা (আলী (রাযিঃ) এর কাছে উপবিষ্ট লোকজন) দাঁড়িয়ে গেলেন। তখন আলী (রাযিঃ) বললেন, একি? তারা বললেন, আবু মুসা (রাযিঃ)-এর নির্দেশ। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ইয়াহুদী মহিলার জানাজার জন্য তিনি দাঁড়িয়ে ছিলেন। এরপর আর তা করেননি।
كتاب الجنائز
باب الرُّخْصَةِ فِي تَرْكِ الْقِيَامِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، قَالَ كُنَّا عِنْدَ عَلِيٍّ فَمَرَّتْ جَنَازَةٌ فَقَامُوا لَهَا فَقَالَ عَلِيٌّ مَا هَذَا قَالُوا أَمْرُ أَبِي مُوسَى . فَقَالَ إِنَّمَا قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِجَنَازَةِ يَهُودِيَّةٍ وَلَمْ يَعُدْ بَعْدَ ذَلِكَ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান