কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২১. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৮৪৯
আন্তর্জাতিক নং: ১৮৪৯
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃতের জন্য ক্রন্দনের নিষেধাজ্ঞা
১৮৫২। মাহমুদ ইবনে গায়ালান (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে সূবায়হ (রাহঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুহাম্মাদ ইবনে সীরীন (রাহঃ) কে বলতে শুনেছি, একদা ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) এর কাছে উল্লেখ করা হল যে, মৃতকে জীবিতদের ক্রন্দনের কারণে শাস্তি দেওয়া হয়। ইমরান (রাযিঃ) বললেন, তা রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন।
كتاب الجنائز
باب النَّهْىِ عَنِ الْبُكَاءِ، عَلَى الْمَيِّتِ
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ صُبَيْحٍ، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ سِيرِينَ، يَقُولُ ذُكِرَ عِنْدَ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ الْمَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ الْحَىِّ فَقَالَ عِمْرَانُ قَالَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ১৮৪৯ | মুসলিম বাংলা