কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২০. দিবারাত্রির নফল নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮১৬
আন্তর্জাতিক নং: ১৮১৬
হাদীস বর্ণনায় ইসমাঈল ইবনে খালিদের মতানৈক্য
১৮১৯। আব্দুল্লাহ ইবনে ইসহাক (রাহঃ) ......... মুহাম্মাদ ইবনে আবু সুফিয়ান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন তার মূত্যুর সময় নিকটবর্তী হয়ে গেল এবং অসুস্থতা বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে আমার বোন উম্মে হাবীবা বিনতে আবু সুফিয়ান (রাযিঃ) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যে ব্যক্তি যোহরের ফরয নামাযের পূর্বে চার রাকআত (সুন্নত মুওয়াক্কাদা) এবং ফরযের পরে চার রাকআত (দু’রাকআত সুন্নতে মুওয়াক্কাদা এবং দু’রাকআত মুস্তাহাব) নামায আদায়ে অভ্যস্থ হবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন।
باب الاِخْتِلاَفِ عَلَى إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ مُوسَى، يُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ لَمَّا نَزَلَ بِهِ الْمَوْتُ أَخَذَهُ أَمْرٌ شَدِيدٌ فَقَالَ حَدَّثَتْنِي أُخْتِي أُمُّ حَبِيبَةَ بِنْتُ أَبِي سُفْيَانَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ حَافَظَ عَلَى أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبَعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ تَعَالَى عَلَى النَّارِ " .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ১৮১৬ | মুসলিম বাংলা