কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

২০. দিবারাত্রির নফল নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৮৪
আন্তর্জাতিক নং: ১৭৮৪
তাহাজ্জুদ নামাযে অভ্যস্ত ব্যক্তির যদি নিদ্রা প্রবল হয়ে যায়
১৭৮৭। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) এর প্রিয়ভাজন জনৈক ব্যক্তি থেকে বর্ণিত যে, তিনি সাঈদ ইবনে জুবাইর (রাহঃ) কে খবর দিয়েছেন, আয়িশা (রাযিঃ) তাকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তাহাজ্জুদের নামাযে অভ্যস্থ ব্যক্তির যদি নিদ্রা প্রবল হয়ে যায় (এবং তাহাজ্জুদের নামায আদায় করতেন না পারে) তাহলে আল্লাহ তাআলা তার জন্য নামাযের সাওয়াব লিখে দেন এবং নিদ্রা তার জন্য সাদ্‌কা স্বরূপ হয়ে যায়।
باب مَنْ كَانَ لَهُ صَلاَةٌ بِاللَّيْلِ فَغَلَبَهُ عَلَيْهَا النَّوْمُ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ رَجُلٍ، عِنْدَهُ رِضًا أَخْبَرَهُ أَنَّ عَائِشَةَ رضى الله عنها أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنِ امْرِئٍ تَكُونُ لَهُ صَلاَةٌ بِلَيْلٍ فَغَلَبَهُ عَلَيْهَا نَوْمٌ إِلاَّ كَتَبَ اللَّهُ لَهُ أَجْرَ صَلاَتِهِ وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ " .
সুনানে নাসায়ী - হাদীস নং ১৭৮৪ | মুসলিম বাংলা