আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৭- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২২৫৮
১৩৯৮. বিক্রয়ের পূর্বে শুফআ এর অধিকারীর নিকট (বিক্রয়ের) প্রস্তাব করা। হাকাম (রাহঃ) বলেন, বিক্রয়ের পূর্বে যদি অধিকারপ্রাপ্ত ব্যক্তি বিক্রয়ের অনুমতি দেয়, তবে তার শুফআ এর অধিকার থাকেনা। শা‘বী (রাহঃ) বলেন,যদি কারো উপস্থিতিতে তার শুফআ এর যমীন বিক্রি হয়, আর সে এতে কোন আপত্তি না করে, তবে (বিক্রয়ের পরে) তার শুফআ এর অধিকার থাকে না।
২১১৫. মক্কী ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আমর ইবনে শারীদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সা‘দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ)-এর কাছে দাঁড়িয়ে ছিলাম, তখন মিসওয়ার ইবনে মাখরামা (রাযিঃ) এসে তাঁর হাত আমার কাঁধে রাখেন। এমতাবস্থায় নবী করীম (ﷺ)-এর আযাদকৃত গোলাম আবু রাফি‘ (রাযিঃ) এসে বললেন, হে সা‘দ! আপনার বাড়ীতে আমার যে দু‘টি ঘর আছে, তা আপনি আমার থেকে খরিদ করে নিন। সা‘দ (রাযিঃ) বললেন, আল্লাহর কসম, আমি সে দু‘টি ঘর খরিদ করবে না। তখন মিসওয়ার (রাযিঃ) বললেন, আল্লাহর কসম, আপনি এ দু‘টো অবশ্যই খরিদ করবেন।
সা‘দ (রাযিঃ) বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে কিস্তিতে চার হাজার (দিরহাম)- এর অধিক দিব না। আবু রাফি‘ (রাযিঃ) বললেন, এই ঘর দু‘টির বিনিময়ে আমাকে পাঁচশ দীনার দেওয়ার প্রস্তাব এসেছে। আমি যদি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে না শুনতাম যে, প্রতিবেশী অধিক হকদার তার নৈকট্যের কারণে, তাহলে আমি এ দুটি ঘর আপনাকে চার হাজার (দিরহাম) এর বিনিময়ে কিছুতেই দিতাম না। আমাকে এ দু‘টি ঘরের বিনিময়ে পাঁচশ দীনার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপর তিনি তা তাঁকে (সা’দকে) দিয়ে দিলেন।
সা‘দ (রাযিঃ) বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে কিস্তিতে চার হাজার (দিরহাম)- এর অধিক দিব না। আবু রাফি‘ (রাযিঃ) বললেন, এই ঘর দু‘টির বিনিময়ে আমাকে পাঁচশ দীনার দেওয়ার প্রস্তাব এসেছে। আমি যদি রাসূলুল্লাহ (ﷺ)-কে এ কথা বলতে না শুনতাম যে, প্রতিবেশী অধিক হকদার তার নৈকট্যের কারণে, তাহলে আমি এ দুটি ঘর আপনাকে চার হাজার (দিরহাম) এর বিনিময়ে কিছুতেই দিতাম না। আমাকে এ দু‘টি ঘরের বিনিময়ে পাঁচশ দীনার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তারপর তিনি তা তাঁকে (সা’দকে) দিয়ে দিলেন।


বর্ণনাকারী: