কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৯. দু' ঈদের নামাযের বর্ণনা

হাদীস নং: ১৫৯১
আন্তর্জাতিক নং: ১৫৯১
যে ব্যক্তি ঈদের নামাযে উপস্থিত থেকেছে তার জন্য জুমআর নামাযে উপস্থিত না থাকার অনুমতি
১৫৯৪। আমর ইবনে আলী (রাহঃ) ......... ইয়াস ইবনে আবু রমলা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মুআবিয়া (রাযিঃ)-কে যায়দ ইবনে আরকাম (রাযিঃ)-কে প্রশ্ন করতে শুনেছি, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ঈদ এবং জুমূআর নামাযে শরীক ছিলেন? তিনি বললেন, হ্যাঁ; তিনি ঈদের নামায দিনের শুরুতে আদায় করে ফেলেছিলেন। অতঃপর (গ্রামের অধিবাসীদেরকে) জুমআর নামাযে উপস্থিত না হওয়ার অনুমতি দিয়েছিলেন।*

* হানাফী মাযহাব মতে, ঈদ ও জুমআ একই দিনে হলে উভয় নামাযই পড়তে হবে।
باب الرُّخْصَةِ فِي التَّخَلُّفِ عَنِ الْجُمُعَةِ، لِمَنْ شَهِدَ الْعِيدَ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ عُثْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ إِيَاسِ بْنِ أَبِي رَمْلَةَ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ، سَأَلَ زَيْدَ بْنَ أَرْقَمَ أَشَهِدْتَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عِيدَيْنِ قَالَ نَعَمْ صَلَّى الْعِيدَ مِنْ أَوَّلِ النَّهَارِ ثُمَّ رَخَّصَ فِي الْجُمُعَةِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ১৫৯১ | মুসলিম বাংলা