কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১৯. দু' ঈদের নামাযের বর্ণনা
হাদীস নং: ১৫৭২
আন্তর্জাতিক নং: ১৫৭২
উভয় ঈদের খুতবা দেওয়ার জন্য সাজ-সজ্জা করা
১৫৭৫। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু রিমছা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে একবার দেখলাম যে, তিনি খুতবা দিচ্ছেন সবুজ চাদর পরিহিত অবস্থায়।
باب الزِّينَةِ لِلْخُطْبَةِ لِلْعِيدَيْنِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ إِيَادٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي رِمْثَةَ، قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ .
হাদীসের ব্যাখ্যা:
হযরত আবু রিমছা রাযি. বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু'টি সবুজ কাপড় পরিহিত অবস্থায় দেখেছেন। অর্থাৎ তাঁর লুঙ্গি ও গায়ের চাদর ছিল সবুজ রঙের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রঙের পোশাকই পরেছেন। কখনও সাদা রঙের পোশাক পরেছেন, কখনও লাল ডোরাযুক্ত কাপড় এবং কখনও সবুজ কাপড়। বোঝা গেল রঙের কোনও বাধ্যবাধকতা নেই। কেবল সম্পূর্ণ লাল রঙের কাপড় সম্পর্কেই কিছু কথা আছে। নয়তো অন্য যে-কোনও রঙের পোশাক নারী-পুরুষ সকলেই পরতে পারে। তবে সাদা রঙের পোশাক সর্বোত্তম। তারপর দ্বিতীয় পর্যায়ে সবুজ রঙের পোশাক। ইবন বাত্তাল রহ. বলেন, সবুজ রঙের কাপড় হবে জান্নাতবাসীদের পোশাক। কাজেই সবুজ রঙের এটা একটা আলাদা বিশেষত্ব। কুরআন মাজীদে জান্নাতবাসীদের সম্পর্কে ইরশাদ হয়েছে-
وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ
আর তারা উচ্চ আসনে হেলান দেওয়া অবস্থায় মিহি ও পুরু সবুজ রেশমী কাপড় পরিহিত থাকবে।
( সূরা কাহফ, আয়াত ৩১)
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
সবুজ রঙের পোশাক পরা জায়েয। নারী-পুরুষ সকলেই এটা পরতে পারে।
وَيَلْبَسُونَ ثِيَابًا خُضْرًا مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ
আর তারা উচ্চ আসনে হেলান দেওয়া অবস্থায় মিহি ও পুরু সবুজ রেশমী কাপড় পরিহিত থাকবে।
( সূরা কাহফ, আয়াত ৩১)
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
সবুজ রঙের পোশাক পরা জায়েয। নারী-পুরুষ সকলেই এটা পরতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)


বর্ণনাকারী: