আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৭- সলম তথা অগ্রিম বেচাকেনার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২২৪৪
১৩৯১. যার কাছে মূল বস্তু নেই, তার সঙ্গে সলম করা।
২১০৫. কুতায়বা (রাহঃ) ......... শায়বানী (রাহঃ) থেকে বর্ণিত যে, রাবী বলেন, গম, যব ও কিসমিসে (সলম করতেন)। আব্দুল্লাহ ইবনুল ওয়ালীদ (রাহঃ) সুফিয়ান (রাহঃ) সূত্রে শায়বানী (রাহঃ)-এর বর্ণনায় রয়েছে এবং যায়তুনে।
