কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৫. সফরে নামাজ সংক্ষিপ্তকরণ

হাদীস নং: ১৪৪৪
আন্তর্জাতিক নং: ১৪৪৪
মক্কায় নামায আদায় করা
১৪৪৭। ইসমাঈল ইবনে মাসউদ (রাযিঃ) ......... মুসা ইবনে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি ইবনে আব্বাস (রাযিঃ)-কে প্রশ্ন করলেন যে, এরপর আমি জামাআতে নামায পেলাম না, তখন আমি “বাথহা” নামক স্থানে ছিলাম। তা কিরূপে আদায় করা সমীচীন মনে করেন? তিনি বললেন, দু’রাকআত আদায় করবে, এটাই আবুল কাসেম (ﷺ)-এর সুন্নত।
باب الصلاة بمكة
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ مُوسَى بْنَ سَلَمَةَ، حَدَّثَهُمْ أَنَّهُ، سَأَلَ ابْنَ عَبَّاسٍ قُلْتُ تَفُوتُنِي الصَّلاَةُ فِي جَمَاعَةٍ وَأَنَا بِالْبَطْحَاءِ، مَا تَرَى أَنْ أُصَلِّيَ، قَالَ رَكْعَتَيْنِ سُنَّةَ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم .
সুনানে নাসায়ী - হাদীস নং ১৪৪৪ | মুসলিম বাংলা