কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১৪. জুমআ'র অধ্যায়
হাদীস নং: ১৩৯৩
আন্তর্জাতিক নং: ১৩৯৩
জুমআর জন্য আযান দেওয়া
১৩৯৬। মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত যে, সাইব ইবনে ইয়াযীদ (রাযিঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, যখন মদীনায় মানুষের সংখ্যা বেড়ে গিয়েছিল তখন উসমান (রাযিঃ) তৃতীয় আযানের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে একটি মাত্র ব্যতীত অন্য আযান ছিল না, আর জুমআর দিনে যখন ইমাম (মিম্বরের উপর) বসতেন তখন উক্ত আযান দেওয়া হতো।
باب الأذان للجمعة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ السَّائِبَ بْنَ يَزِيدَ، أَخْبَرَهُ قَالَ إِنَّمَا أَمَرَ بِالتَّأْذِينِ الثَّالِثِ عُثْمَانُ حِينَ كَثُرَ أَهْلُ الْمَدِينَةِ وَلَمْ يَكُنْ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرُ مُؤَذِّنٍ وَاحِدٍ وَكَانَ التَّأْذِينُ يَوْمَ الْجُمُعَةِ حِينَ يَجْلِسُ الإِمَامُ .


বর্ণনাকারী: