আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২২২৮
১৩৮৩. গোলামের বিনিময়ে গোলাম এবং জানোয়ারের বিনিময়ে জানোয়ার বাকীতে বিক্রয়। ইবনে উমর (রাযিঃ) চারটি উটের বিনিময়ে পাপ্য একটি আরোহণযোগ্য উট এই শর্তে খরিদ করেন যে, মালিক তা ’রাবাযা’ নামক স্থানে হস্তান্তর করবে। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, অনেক সময় একটি উট দু'টি উট অপেক্ষা উত্তম হয়। রাফি ইবনে খাদীজ (রাযিঃ) দু'টি উটের বিনিময়ে একটি উট খরিদ করে দু'টি উটের একটি (তখনই) দিলেন আর বললেন, আর একটি উট ইনশা-আল্লাহ্ আগামীকাল যথারীতি দিয়ে দিব। ইবনে মুসাইয়্যিব (রাহঃ) বলেন, জানোয়ারের মধ্যে কোন ’রিবা’ হয় না। দু' উটের বিনিময়ে এক উট, দু' বকরীর বিনিময়ে এক বকরী বাকীতে বিক্রয় করলে সুদ হয় না। ইবনে সীরীন (রাহঃ) বলেন, দু' উটের বিনিময়ে এক উট এবং এক দিরহামের বিনিময়ে এক দিরহাম বাকী বিক্রি করাতে কোন দোষ নেই।
২০৮৭. সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সাফিয়্যা (রাযিঃ) বন্দীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি দিহয়া কালবী (রাযিঃ)-এর ভাগে পড়েন, এর পরে তিনি নবী করীম (ﷺ) এর অধীনে এসে যান।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন