কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৩. নামাযে সাহু তথা ভূলের বিধান

হাদীস নং: ১২৫৮
আন্তর্জাতিক নং: ১২৫৮
যে পাঁচ রাকআত নামায পড়ল সে কি করবে।
১২৬১। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণিত যে, আলকামা (রাহঃ) (এক দিন) পাঁচ রাকআত নামায আদায় করে ফেললেন। সালাম ফিরালে ইবরাহীম ইবনে সুওয়ায়দ বললেন, হে আবু শিবল (আলকামা) (রাহঃ)! আপনি পাঁচ রাকআত আদায় করে ফেলেছেন। তখন তিনি বললেন, হে আওয়ার! ঘটনা কি এরূপই? পরে সাহুর জন্য দু’টি সিজদা করলেন, তারপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপই করেছিলেন।
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ عَلْقَمَةَ، صَلَّى خَمْسًا فَلَمَّا سَلَّمَ قَالَ إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ يَا أَبَا شِبْلٍ صَلَّيْتَ خَمْسًا . فَقَالَ أَكَذَلِكَ يَا أَعْوَرُ فَسَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ ثُمَّ قَالَ هَكَذَا فَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم .
সুনানে নাসায়ী - হাদীস নং ১২৫৮ | মুসলিম বাংলা