কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১৩. নামাযে সাহু তথা ভূলের বিধান

হাদীস নং: ১২৪২
আন্তর্জাতিক নং: ১২৪২
(নামায আদায়কালে সন্দেহ হলে) ভেবে দেখা।
১২৪৫। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (একদা) নামায আদায়কালে কিছু বাড়িয়ে অথবা কমিয়ে ফেললেন। যখন তিনি সালাম ফিরালেন তখন আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ! নামাযে কি কোন কিছু ঘটেছে? তিনি বললেন, যদি নামাযে কোন কিছু ঘটে থাকত তা হলে আমি তা তোমাদের জানিয়ে দিতাম, কিন্তু আমি তো একজন মানুষ, আমিও ভুলে যেতে পারি যেমনি ভাবে তোমরা ভুলে যেতে পার। অতএব, তোমাদের কারো যদি তার নামাযে সন্দেহের উদ্রেক হয় তা হলে সে যেন ভেবে দেখে যে, কোনটা সঠিকের কাছাকাছি। যা সঠিক বলে মনে হয় তার উপর ভিত্তি করে নামায শেষ করবে। তারপর সালাম ফিরিয়ে দু’টি সিজদা (সাহু) করে নেবে।
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مِسْعَرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَزَادَ أَوْ نَقَصَ فَلَمَّا سَلَّمَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَلْ حَدَثَ فِي الصَّلاَةِ شَىْءٌ قَالَ " لَوْ حَدَثَ فِي الصَّلاَةِ شَىْءٌ أَنْبَأْتُكُمُوهُ وَلَكِنِّي إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ فَأَيُّكُمْ مَا شَكَّ فِي صَلاَتِهِ فَلْيَنْظُرْ أَحْرَى ذَلِكَ إِلَى الصَّوَابِ فَلْيُتِمَّ عَلَيْهِ ثُمَّ لْيُسَلِّمْ وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ " .

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে সিজদায়ে সাহু করতে হবে সালামের পরে। অনুরূপ হাদীস মুসলিম শরীফ: ১১৬৮, ১১৭১ ও ১১৭২ নাম্বারে বর্ণিত আছে। হযরত আব্দু্ল্লাহ বিন মাসউদ রা. সহীহ সনদে বর্ণিত অপর একটি হাদীসে আছে যে, রসূলুল্লাহ স. যোহরের নামায পাঁচ রাকাত পড়লেন। তাঁকে বলা হলো নামাযে কি বৃদ্ধি করা হয়েছে? অতঃপর তিনি সালাম ফেরানোর পরে দুটি সিজদা করলেন। ইমাম তিরমিযী রহ. এ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (তিরমিযী: ৩৯২) অনুরূপ আমল সহীহ সনদে আরো বর্ণিত আছে হযরত আবু হুরায়রা রা. থেকে, (মুসনাদে আহমাদ: ১০৮৮৭) হযরত সা’দ ও হযরত আম্মার রা. থেকে (ইবনে আবী শাইবা: ৪৪৭৬) এবং হযরত আনাস রা. থেকে। (ইবনে আবী শাইবা: ৪৪৭০)
উপরিউক্ত সহীহ হাদীসসমূহে বর্ণিত রসূলুল্লাহ স. এবং সাহাবায়ে কিরামের আমলের ভিত্তিতে আমরা সালামের পরে সিজদায়ে সাহু করে থাকি। এর বিপরীতে সালামের পূর্বে সিজদায়ে সাহু করার কথাও সহীহ হাদীসে বর্ণিত আছে। সে সব হাদীসের ভিত্তিতে কেউ যদি সালামের পূর্বে সিজদায়ে সাহু করে তাহলেও সিজদায়ে সাহু আদায় হয়ে যাবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে নাসায়ী - হাদীস নং ১২৪২ | মুসলিম বাংলা