আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২২১৪
১৩৭৩. এজমালী সম্পত্তি, বাড়িঘর ও আসবাবপত্রের বিক্রয়
২০৭৩. মুসাদ্দাদ (রাহঃ) ......... আব্দুল ওয়াহিদ (রাহঃ) থেকে এটি বর্ণনা করেছেন এবং বলেছেন, যে সম্পদ ভাগ-বাটোয়ারা হয়নি (তাতে শুফআ)। হিশাম (রাহঃ) মামার (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় মুসাদ্দাদের অনুসরণ করেছেন। আব্দুর্ রাযযাক (রাহঃ) বলেছেন, যে সম্পদ ভাগ-বাটোয়ারা হয়নি, সে সব সম্পদেই (শুফআ রয়েছে)। হাদীসটি আব্দুর্ রহমান ইবনে ইসহাক (রাহঃ) যুহরী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন