আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২২১৩
১৩৭২. এক শরীকের অপর শরীক থেকে ক্রয় করা
২০৭১. মাহমুদ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, যে সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা হয়নি, নবী করীম (ﷺ) তাতে শুফআ* এর অধিকার প্রদান করেছেন। যখন সীমানা নির্ধারিত হয়ে যায় এবং রাস্তা ভিন্ন করা হয়, তখন আর শুফআ এর অধিকার থাকবে না।
*যৌথ মালিকানা বা প্রতিবেশী হওয়ার কারণে জমি বিক্রয়ের ক্ষেত্রে তা লাভ করার অগ্রাধিকারকে শুফআ বলে ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন