কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১২. তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ

হাদীস নং: ১১৬৫
আন্তর্জাতিক নং: ১১৬৫
প্রথম তাশাহহুদ কিভাবে করবে?
১১৬৮। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... ইয়াহয়া ইবনে আদম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সুফিয়ানকে ফরয ও নফল নামাযে এ তাশাহ্‌হুদ পড়তে দেখেছি আর তাকে বলতে শুনেছি- আমি আবু ইসহাকের নিকট এ তাশাহ্‌হুদ শুনেছি। তিনি শুনেছেন। আবুল আওয়াসের নিকট এবং তিনি শুনেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)-এর নিকট এবং তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে শুনেছেন।
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، - وَهُوَ ابْنُ آدَمَ - قَالَ سَمِعْتُ سُفْيَانَ، يَتَشَهَّدُ بِهَذَا فِي الْمَكْتُوبَةِ وَالتَّطَوُّعِ وَيَقُولُ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ عَنْ أَبِي الأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنَا مَنْصُورٌ وَحَمَّادٌ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
সুনানে নাসায়ী - হাদীস নং ১১৬৫ | মুসলিম বাংলা