আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২২০৭
১৩৬৯. কাঁচা ফল ও শস্য বিক্রি করা
২০৬৫. ইসহাক ইবনে ওয়াহব (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুহাকালা১, মুখাদারা২, মুলামাসা৩, মুনাবাযা ও মুযাবানা নিষেধ করেছেন।
১ওযন বা মাপকৃত ফসলের বদলে শীষে থাকাবস্থায় ফসল বিক্রি করা। ২কাঁচা ফল শস্য বিক্রি করা। ৩এ তিনটির অর্থ পূর্বে বর্ণিত হয়েছে।
১ওযন বা মাপকৃত ফসলের বদলে শীষে থাকাবস্থায় ফসল বিক্রি করা। ২কাঁচা ফল শস্য বিক্রি করা। ৩এ তিনটির অর্থ পূর্বে বর্ণিত হয়েছে।
