আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২২০৭
১৩৬৯. কাঁচা ফল ও শস্য বিক্রি করা
২০৬৫. ইসহাক ইবনে ওয়াহব (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মুহাকালা১, মুখাদারা২, মুলামাসা৩, মুনাবাযা ও মুযাবানা নিষেধ করেছেন।
১ওযন বা মাপকৃত ফসলের বদলে শীষে থাকাবস্থায় ফসল বিক্রি করা। ২কাঁচা ফল শস্য বিক্রি করা। ৩এ তিনটির অর্থ পূর্বে বর্ণিত হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন