কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১২. তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ
হাদীস নং: ১১০১
আন্তর্জাতিক নং: ১১০১
সিজদায় উভয় পায়ের আঙ্গুল খাড়া করে রাখা।
১১০৪। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আবু হুমায়দ সা’য়িদী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যখন সিজদার জন্য যমীনের দিকে যেতেন, তখন তিনি তাঁর উভয় বাহু উভয় বগল থেকে পৃথক রাখতেন এবং তাঁর উভয় পায়ের আঙ্গুল খাড়া রাখতেন। (সংক্ষিপ্ত)
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَطَاءٍ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَهْوَى إِلَى الأَرْضِ سَاجِدًا جَافَى عَضُدَيْهِ عَنْ إِبْطَيْهِ وَفَتَخَ أَصَابِعَ رِجْلَيْهِ . مُخْتَصَرٌ .
হাদীসের ব্যাখ্যা:
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, সিজদার সময় বাহু পাঁজর থেকে এবং কনুই জমিন থেকে পৃথক রাখতে হয়। আর পায়ের আঙ্গুলগুলিকে কিবলামুখী করে রাখতে হয়। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫০৩)
এ হাদীসে উভয় পা খাড়া রাখার কথা বলা হয়েছে। তবে পা মিলিয়ে রাখবে বা ফাঁকা রাখবে এমন কিছুই বলা হয়নি। অবশ্য হানাফী মাযহাবে উভয় পা মিলিয়ে রাখা সুন্নাত বলা হয়েছে। (শামী: ১/৪৯৩) লুঙ্গি পরিহিত ব্যক্তির জন্য এ নিয়ম পালন করা বেশী উপযোগী হবে। কারণ বাতাসে লুঙ্গি উড়ে সতর খুলে যেতে পারে।
এ হাদীসে উভয় পা খাড়া রাখার কথা বলা হয়েছে। তবে পা মিলিয়ে রাখবে বা ফাঁকা রাখবে এমন কিছুই বলা হয়নি। অবশ্য হানাফী মাযহাবে উভয় পা মিলিয়ে রাখা সুন্নাত বলা হয়েছে। (শামী: ১/৪৯৩) লুঙ্গি পরিহিত ব্যক্তির জন্য এ নিয়ম পালন করা বেশী উপযোগী হবে। কারণ বাতাসে লুঙ্গি উড়ে সতর খুলে যেতে পারে।


বর্ণনাকারী: