কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১২. তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ

হাদীস নং: ১০৮৪
আন্তর্জাতিক নং: ১০৮৪
তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ
কিরূপে সিজদায় ঝুঁকবে?
১০৮৭। ইসমাঈল ইবনে মাসউদ (রাহঃ) ......... হাকীম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বায়আত গ্রহণ করেছি এ কথার উপর যে, আমি সোজা হয়ে দাঁড়ানো অবস্থা ব্যতীত সিজদার জন্য নীচু হব না।
كتاب التطبيق
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ سَمِعْتُ يُوسُفَ، - وَهُوَ ابْنُ مَاهِكٍ - يُحَدِّثُ عَنْ حَكِيمٍ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ لاَ أَخِرَّ إِلاَّ قَائِمًا .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে দুটি বিষয় প্রমাণিত হয়। এক. রুকু থেকে পূর্ণ সোজা হওয়ার পরে সিজদার জন্য নীচু হওয়া। দুই. সিজদার জন্য নীচু হওয়ার সময় ঝুঁকে না পড়া। বরং শরীর সোজা রেখে হাঁটু এবং কোমর ভাজ করা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪৯৭)
tahqiqতাহকীক:তাহকীক চলমান