কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১২. তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ

হাদীস নং: ১০৮০
আন্তর্জাতিক নং: ১০৮০
কুনুত পাঠ না করা।
১০৮৩। কুতায়বা (রাহঃ) ......... মালিক ইবনে আশজায়ী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পেছনে নামায আদায় করেছি। তিনি কুনূত পড়েন নি। আর আবু বকর (রাযিঃ) এর পেছনে নামায আদায় করেছি, তিনিও কুনূত পড়েন নি। আর উমর (রাযিঃ) এর পেছনে নামায আদায় করেছি। তিনিও কুনূত পড়েন নি। উসমান (রাযিঃ) এর পেছনে নামায আদায় করেছি, তিনিও কুনুত পড়েন নি। আর আলী (রাযিঃ) এর পেছনে নামায আদায় করেছি, তিনিও কুনুত পড়েন নি। তারপর বললেন, হে বৎস! এটা বিদ’আত (নতুন আবিস্কৃত)।
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ خَلَفٍ، - وَهُوَ ابْنُ خَلِيفَةَ - عَنْ أَبِي مَالِكٍ الأَشْجَعِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ أَبِي بَكْرٍ فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ عُمَرَ فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ عُثْمَانَ فَلَمْ يَقْنُتْ وَصَلَّيْتُ خَلْفَ عَلِيٍّ فَلَمْ يَقْنُتْ ثُمَّ قَالَ يَا بُنَىَّ إِنَّهَا بِدْعَةٌ .
সুনানে নাসায়ী - হাদীস নং ১০৮০ | মুসলিম বাংলা