কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১২. তাত্ববীক্ব [রুকুতে দুইহাত হাঁটুদ্বয়ের মাঝে রাখা] এবং অবশিষ্ট নামাযের বিবরণ

হাদীস নং: ১০৭১
আন্তর্জাতিক নং: ১০৭১
ফজরের নামাযে কুনুত।
১০৭৪। কুতায়বা (রাহঃ) ......... ইবনে সীরীন (রাহঃ) থেকে বর্ণিত যে, আনাস ইবনে মালিককে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ (ﷺ) কি ফজরের নামাযে কুনূত পাঠ করতেন? তিনি বললেন, হ্যাঁ। তাঁকে বলা হলো, তা কি রুকুর পূর্বে না পরে? তিনি বললেন, রুকুর পর।*

* ইমাম আবু হানীফা, ইমাম মালিক ও ইমাম শাফেয়ী (রাহঃ) প্রমুখ ইমামের সিদ্ধান্ত হলো- দোয়া কুনূত সর্বদা পড়তে হবে। তবে ইমাম আবু হানীফা (রাহঃ)-এর মতে তা শুধু বিতর সালাতে পড়তে হবে এবং ইমাম মালেক ও শাফেয়ী (রাহঃ)-এর মতে তা ফজর সালাতে পড়বে। ইমাম আবু হানীফা (রাহঃ) বলেন: দোয়া কুনুত বিতর সালাতের শেষ রাক'আতে রুকুর পূর্বে পড়তে হবে।

ইসলাম ও মুসলমানদের বিপদের সময় এ দু'আ সকল সালাতে পড়ার বিধান রয়েছে। বিরে মাউনার মর্মান্তিক শোকাবহ দুর্ঘটনার পর রসূলুল্লাহ্ (ﷺ) এক মাস যাবৎ সকল সালাতে রুকুর পরে এ দোয়া পড়েছিলেন। তিনি শুধু এই এক মাস রুকুর পরে এ দু'আ কুনুত পড়েছিলেন।
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، سُئِلَ هَلْ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي صَلاَةِ الصُّبْحِ قَالَ نَعَمْ . فَقِيلَ لَهُ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ قَالَ بَعْدَ الرُّكُوعِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)