কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
১১. নামায শুরু করার অধ্যায়
হাদীস নং: ১০১৬
আন্তর্জাতিক নং: ১০১৬
 নামায শুরু করার অধ্যায়
সুললিত কণ্ঠে কুরআন পাঠ করা।
১০১৯। আমর ইবনে আলী (রাহঃ) ......... বারা ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা সুন্দর সূরে কুরআন পাঠ করবে। ইবনে আওসাজাহ বলেন, আমি ″কুরআন পাঠ সুন্দর কর″ এ কথাটি ভুলে গিয়েছিলাম। দাহহাক ইবনে মযাহিম আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন।
كتاب الافتتاح
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي طَلْحَةُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْسَجَةَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ " . قَالَ ابْنُ عَوْسَجَةَ كُنْتُ نَسِيتُ هَذِهِ " زَيِّنُوا الْقُرْآنَ " . حَتَّى ذَكَّرَنِيهِ الضَّحَّاكُ بْنُ مُزَاحِمٍ .