আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২০৫২
আন্তর্জাতিক নং: ২১৯০
১৩৫৯. স্বর্ন ও রৌপ্যের বিনিময়ে গাছের মাথায় ফল বিক্রি করা
২০৫২. আব্দুল্লাহ ইবনে আব্দুল ওহহাব (রাহঃ) বলেন যে, আমি মালিকের কাছে শুনেছি, উবাইদুল্লাহ ইবনে রাবী (রাহঃ) তাঁকে জিজ্ঞাসা করলেন, আবু সুফিয়ান সূত্রে আবু হুরায়রা (রাযিঃ) থেকে দাউদ (রাহঃ) এই হাদীস কি আপনার কাছে বর্ণনা করেছেন যে, নবী করীম (ﷺ) পাঁচ ওসাক* অথবা পাঁচ ওসাকের কম পরিমাণ আরিয়্যা বিক্রয়ের অনুমতি দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ।
*এক ওয়াসক ৬০ সা পরিমাণ, এক সা' ৩ সের ৯ ছটাক সমান।
*এক ওয়াসক ৬০ সা পরিমাণ, এক সা' ৩ সের ৯ ছটাক সমান।
باب بَيْعِ الثَّمَرِ عَلَى رُءُوسِ النَّخْلِ بِالذَّهَبِ وَالْفِضَّةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ سَمِعْتُ مَالِكًا، وَسَأَلَهُ، عُبَيْدُ اللَّهِ بْنُ الرَّبِيعِ أَحَدَّثَكَ دَاوُدُ عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ فِي بَيْعِ الْعَرَايَا فِي خَمْسَةِ أَوْسُقٍ أَوْ دُونَ خَمْسَةِ أَوْسُقٍ قَالَ نَعَمْ.
