আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৩- উযূর অধ্যায়
হাদীস নং:
১৪৫। উভয় মোজার ওপর মাসাহ্ করা
২০৫। আবদান (রাহঃ) .... উমাইয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) কে তাঁর পাগড়ীর ওপর এবং উভয় মোজার ওপর মাসাহ করতে দেখেছি।
মা’মার (রাহঃ) আমর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেনঃ আমি নবী (ﷺ)-কে তা করতে দেখেছি।
মা’মার (রাহঃ) আমর (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেনঃ আমি নবী (ﷺ)-কে তা করতে দেখেছি।


বর্ণনাকারী: