আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২১৮০
১৩৫৬. বাকীতে স্বর্ণের বিনিময়ে রৌপ্যের ক্রয়-বিক্রয়
২০৪৪. হাফস ইবনে উমর (রাহঃ) ......... আবু মিনহাল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারা ইবনে আযিব ও যায়দ ইবনে আরকাম (রাযিঃ)-কে সারফ সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। তাঁরা উভয়ে (একে অপরের সম্পর্কে) বললেন, ইনি আমার চাইতে উত্তম। এরপর উভয়েই বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বাকীতে রূপার বিনিময়ে সোনার ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
