আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২১৭৬
১৩৫৪. রৌপ্যের বিনিময়ে রৌপ্য বিক্রয়
২০৪১. উবাইদুল্লাহ ইবনে সা’দ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরী (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) থেকে (আবু বাকরার হাদীসের)- অনুরূপ একটি হাদীস তাঁর কাছে বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) তাঁর (আবু সাঈদ (রাযিঃ) এর) সঙ্গে দেখা করে বললেন, হে আবু সাঈদ, রাসূলুল্লাহ (ﷺ) থেকে আপনি কী হাদীস বর্ণনা করে থাকেন? আবু সাঈদ (রাযিঃ) সারফ (মুদ্রার বিনিময়) সম্পর্কে বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছি যে, সোনার বদলে সোনার বিক্রয় সমান পরিমাণ হতে হবে। রূপার বদলে রূপার বিক্রয় সমান হতে হবে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন