কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১০. ইমামত - জামাআতের অধ্যায়

হাদীস নং: ৮৬৯
আন্তর্জাতিক নং: ৮৬৯
কাতারের পিছনে একাকী নামায আদায়কারী
৮৭০। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ......... ইসহাক ইবনে আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের ঘরে আসলেন। আমি এবং আমাদের এক ইয়াতীম তার পেছনে নামায আদায় করলাম। আর উম্মে সুলায়ম আমাদের পেছনে নামায আদায় করলেন।
المنفرد خلف الصف
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ أَنَسًا، - رضى الله عنه - قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَيْتِنَا فَصَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ لَنَا خَلْفَهُ وَصَلَّتْ أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا .

হাদীসের ব্যাখ্যা:

এতিম হলো নাবালক শিশু। মেশকাত শরীফ-৩২৮১নং হাদীসে উল্লেখ রয়েছে যে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কেউ এতিম থাকে না। এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, জামাতের কাতারে মহিলাদের অবস্থান নাবালক শিশুদের পেছনে। এ বিষয়টি হযরত আবু মালেক আশআরী রা. থেকে আরো স্পষ্টভাবে বর্ণিত আছে যে, يَجْعَلُ الرِّجَالَ قُدَّامَ الْغِلْمَانِ، وَالْغِلْمَانَ خَلْفَهُمْ، وَالنِّسَاءَ خَلْفَ الْغِلْمَانِ রসূল স. (নামাযের কাতারে) পুরুষদেরকে বালকদের সামনে রাখতেন। আর নারীদেরকে রাখতেন বালকদের পেছনে। (মুসনাদে আহমাদ-২২৯১১)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন