কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১০. ইমামত - জামাআতের অধ্যায়

হাদীস নং: ৮৩৬
আন্তর্জাতিক নং: ৮৩৬
ইমাম ও মুক্তাদীর নিয়তের ভিন্নতা।
৮৩৭। আমর ইবনে আলী (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। একবার তিনি ভয়কালীন নামায আদায় করলেন। তিনি প্রথমে তাঁর পেছনের লোকদের নিয়ে দুই রাক’আত নামায আদায় করলেন। আর যারা পরে আসল তাদের নিয়ে দুই রাক’আত নামায আদায় করলেন। ফলে রাসূলুল্লাহ (ﷺ) এর নামায চার রাক’আত হল আর অন্যদের হলো দুই দুই রাক’আত।
اختلاف نية الإمام والمأموم
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَشْعَثَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى صَلاَةَ الْخَوْفِ فَصَلَّى بِالَّذِينَ خَلْفَهُ رَكْعَتَيْنِ وَبِالَّذِينَ جَاءُوا رَكْعَتَيْنِ فَكَانَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَرْبَعًا وَلِهَؤُلاَءِ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ৮৩৬ | মুসলিম বাংলা