আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২১৭০
১৩৫০. খেজুরের বিনিময়ে খেজুর বিক্রি করা
২০৩৬. আবুল ওয়ালীদ (রাহঃ) ......... উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেন, হাতে হাতে (নগদ নগদ) ছাড়া গমের বদলে গম বিক্রি করা সুদ, নগদ নগদ ছাড়া যবের বদলে যব বিক্রয় করা সুদ, নগদ নগদ ব্যতীত খেজুরের বিনিময়ে খেজুর বিক্রয় সুদ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন