কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

১০. ইমামত - জামাআতের অধ্যায়

হাদীস নং: ৮০১
আন্তর্জাতিক নং: ৮০১
তিনজন পুরুষ ও এক জন স্ত্রীলোক হলে।
৮০২। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তার দাদী মুলায়কা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য খানা তৈরী করে তাকে দাওয়াত করলেন। তিনি তা খেলেন। তারপর বললেনঃ তোমরা উঠ। আমি তোমাদের নিয়ে নামায আদায় করব। আনাস (রাযিঃ) বলেন অতএব আমি আমাদের একখানা চাটাই ছিল তা আনতে গেলাম। যা বহু ব্যবহারে কালো হয়ে গিয়েছিল- আমি তাতে পানি ছিটালাম। রাসূলুল্লাহ (ﷺ) নামাযে দাড়ালেন। আমি এবং ইয়াতীম তার পেছনে সারিবদ্ধ হয়ে দাড়ালাম আর বৃদ্ধা আমাদের পেছনে। তিনি আমাদের নিয়ে দুই রাক’আত নামায আদায় করে (ঘরে) ফিরে গেলেন।
إذا كانوا ثلاثة وامرأة
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ جَدَّتَهُ، مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِطَعَامٍ قَدْ صَنَعَتْهُ لَهُ فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَالَ " قُومُوا فَلأُصَلِّيَ لَكُمْ " . قَالَ أَنَسٌ فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ فَنَضَحْتُهُ بِمَاءٍ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَفَفْتُ أَنَا وَالْيَتِيمُ وَرَاءَهُ وَالْعَجُوزُ مِنْ وَرَائِنَا فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ ثُمَّ انْصَرَفَ .

হাদীসের ব্যাখ্যা:

এতিম হলো নাবালক শিশু। মেশকাত শরীফ-৩২৮১নং হাদীসে উল্লেখ রয়েছে যে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কেউ এতিম থাকে না। এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, জামাতের কাতারে মহিলাদের অবস্থান নাবালক শিশুদের পেছনে। এ বিষয়টি হযরত আবু মালেক আশআরী রা. থেকে আরো স্পষ্টভাবে বর্ণিত আছে যে, يَجْعَلُ الرِّجَالَ قُدَّامَ الْغِلْمَانِ، وَالْغِلْمَانَ خَلْفَهُمْ، وَالنِّسَاءَ خَلْفَ الْغِلْمَانِ রসূল স. (নামাযের কাতারে) পুরুষদেরকে বালকদের সামনে রাখতেন। আর নারীদেরকে রাখতেন বালকদের পেছনে। (মুসনাদে আহমাদ-২২৯১১)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে নাসায়ী - হাদীস নং ৮০১ | মুসলিম বাংলা