কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৯. ক্বিবলা সম্পর্কিত
হাদীস নং: ৭৭০
আন্তর্জাতিক নং: ৭৭০
রেশমি বস্ত্রে নামায
৭৭১। কুতায়বা ও ঈসা ইবনে হাম্মাদ যুগবা (রাহঃ) ......... উকবা ইবনে আমির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে একটি রেশমী কাবা (قبا) হাদিয়া দেয়া হয়েছিল। তিনি তা পরিধান করে নামায আদায় করলেন। তিনি নামায আদায় করে অতি তাড়াতাড়ি অপছন্দকারীর ন্যায় তা খুলে ফেললেন। তারপর তিনি বললেনঃ এটা মুত্তাকীদের জন্য উপযুক্ত নয়।[১]
[১] রাসূলুল্লাহ্ (ﷺ) রেশমী বস্তু পুরুষের জন্য নিষিদ্ধ হওয়ার পূর্বে পরিধান করেছিলেন । অথবা কাপড়টি রেশম ও অন্য বস্তুর সংমিশ্রণে তৈরী করা হয়েছিল।
[১] রাসূলুল্লাহ্ (ﷺ) রেশমী বস্তু পুরুষের জন্য নিষিদ্ধ হওয়ার পূর্বে পরিধান করেছিলেন । অথবা কাপড়টি রেশম ও অন্য বস্তুর সংমিশ্রণে তৈরী করা হয়েছিল।
الصلاة في الحرير
أَخْبَرَنَا قُتَيْبَةُ، وَعِيسَى بْنُ حَمَّادٍ، زُغْبَةُ عَنِ اللَّيْثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ أُهْدِيَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرُّوجُ حَرِيرٍ فَلَبِسَهُ ثُمَّ صَلَّى فِيهِ ثُمَّ انْصَرَفَ فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالْكَارِهِ لَهُ ثُمَّ قَالَ " لاَ يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ " .


বর্ণনাকারী: