কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৯. ক্বিবলা সম্পর্কিত
হাদীস নং: ৭৬৬
আন্তর্জাতিক নং: ৭৬৬
ইযার পরিধান করে নামায আদায় করা
৭৬৭। উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে শিশুদের মত ইযারে গিরা দিয়ে নামায আদায় করতেন। মহিলাদের বলা হতো, পুরুষেরা সোজা হয়ে বসার পূর্বে তোমরা তোমাদের মাথা সিজদা থেকে উঠাবে না।
الصلاة في الإزار
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَاقِدِينَ أُزْرَهُمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ فَقِيلَ لِلنِّسَاءِ لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا .
