কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৯. ক্বিবলা সম্পর্কিত
হাদীস নং: ৭৫১
আন্তর্জাতিক নং: ৭৫১
ক্বিবলা সম্পর্কিত
নামায আদায়কারীর সামনে সুতরাহ না থাকলে, যাতে নামায নষ্ট হয় আর যাতে নষ্ট হয় না।
৭৫২। আমর ইবনে আলী (রাহঃ) ......... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি জাবির (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, কোনৃ বস্তু নামায নষ্ট করে? তিনি বললেন, ইবনে আব্বাস (রাযিঃ) বলতেনঃ ঋতুবতী নারী, কুকুর। ইয়াহয়া বলেন, শু’বা একে মারফু করিয়েছেন [অর্থাৎ রাসূলুল্লাহ (ﷺ) পর্যন্ত সনদের ধারা পৌছিয়েছেন]।
كتاب القبلة
ذكر ما يقطع الصلاة وما لا يقطع إذا لم يكن بين يدي المصلي سترة
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنِي شُعْبَةُ، وَهِشَامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْتُ لِجَابِرِ بْنِ زَيْدٍ مَا يَقْطَعُ الصَّلاَةَ قَالَ كَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ الْمَرْأَةُ الْحَائِضُ وَالْكَلْبُ . قَالَ يَحْيَى رَفَعَهُ شُعْبَةُ .