কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৯. ক্বিবলা সম্পর্কিত
হাদীস নং: ৭৪৭
আন্তর্জাতিক নং: ৭৪৭
মুসল্লীর সুতরাহ ব্যবহার করা
৭৪৮। উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তিনি বর্শার ফলা পুঁতে তার দিকে মুখ করে নামায আদায় করতেন।
سترة المصلي
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَنْبَأَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ كَانَ يَرْكُزُ الْحَرْبَةَ ثُمَّ يُصَلِّي إِلَيْهَا .
হাদীসের ব্যাখ্যা:
নামাযের সামনে দিয়ে অতিক্রম করা যেহেতু বড় ধরণের অন্যায় তাই নামাযীকে এটা খেয়াল রাখতে হবে যে, সুতরাবিহীন নামাযে দাঁড়ানোর কারণে যেন কেউ এ অন্যায় করতে বাধ্য না হয়। আবু দাউদ শরীফ ৬৮৯ নং হাদীসে বর্ণিত আছে যে, কেউ সুতরা না পেলে যেন লাঠি দাঁড় করে নেয় আর তা-ও না পেলে সামনে দিয়ে দাগ টেনে নেয়। এর বাইরে দিয়ে কেউ অতিক্রম করলে তার কোন অপরাধ হবে না। সহীহ সনদে বর্ণিত মুসনাদে আহমাদের এক হাদীসে উল্লেখ আছে যে, মুসল্লীকে সুতরার কাছাকাছি দাঁড়াবে। (মুসনাদে আহমাদ-১৬০৯০) আমাদেরকে এটাও অনুসরণ করা দরকার।
ফায়দা : সুতরার পরিমাণের ব্যাপারে এ হাদীসে বর্ণিত হাওদার পেছনের লাঠির ব্যাখ্যায় ইমাম আবু দাউদ রহ. হযরত আতা বিন আবি রবাহ থেকে সহীহ সনদে বর্ণনা করেন যে, آخِرةُ الرَّحل: ذِراع فما فوقه ‘হাওদার পিছনের খুটি’র পরিমাণ হলো এক হাত বা তার কিছু বেশী। (আবু দাউদ: ৬৮৬)
ফায়দা : সুতরার পরিমাণের ব্যাপারে এ হাদীসে বর্ণিত হাওদার পেছনের লাঠির ব্যাখ্যায় ইমাম আবু দাউদ রহ. হযরত আতা বিন আবি রবাহ থেকে সহীহ সনদে বর্ণনা করেন যে, آخِرةُ الرَّحل: ذِراع فما فوقه ‘হাওদার পিছনের খুটি’র পরিমাণ হলো এক হাত বা তার কিছু বেশী। (আবু দাউদ: ৬৮৬)
