কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৮. মসজিদ সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৭২৬
আন্তর্জাতিক নং: ৭২৬
মুসুল্লীর জন্য পেছনে অথবা বাম দিকে থুথু ফেলার অনুমতি
৭২৭। উবাইদুল্লাহ ইবনে সাঈদ (রাহঃ) ......... তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তুমি নামায আদায় করতে থাকবে, তখন তোমার সামনে অথবা তোমার ডানদিকে থুথু ফেলবে না, তোমার পেছনে অথবা বামদিকে ফেলতে পার যদি নামাযের বাইরে থাক, তা না হলে এরূপ, এই বলে তিনি পায়ের নীচে থুথু ফেললেন এবং তা মলে ফেললেন।
الرخصة للمصلي أن يبصق خلفه أو تلقاء شماله
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ رِبْعِيٍّ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُحَارِبِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا كُنْتَ تُصَلِّي فَلاَ تَبْزُقَنَّ بَيْنَ يَدَيْكَ وَلاَ عَنْ يَمِينِكَ وَابْصُقْ خَلْفَكَ أَوْ تِلْقَاءَ شِمَالِكَ إِنْ كَانَ فَارِغًا وَإِلاَّ فَهَكَذَا " . وَبَزَقَ تَحْتَ رِجْلِهِ وَدَلَكَهُ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে নাসায়ী - হাদীস নং ৭২৬ | মুসলিম বাংলা