কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৮. মসজিদ সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৬৯২
আন্তর্জাতিক নং: ৬৯২
কাবায় নামায আদায় করা
৬৯৩। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) উসামা ইবনে যায়দ (রাযিঃ), বিলাল (রাযিঃ) এবং উসমান ইবনে তালহা (রাযিঃ) কাবায় প্রবেশ করে দরুজা বন্ধ করে দিলেন। তারপর যখন রাসূলুল্লাহ (ﷺ) তা খুললেন, তখন প্রথম আমিই প্রবেশ করলাম। বিলাল (রাযিঃ)-এর সাথে সাক্ষাত হলে তাঁকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ (ﷺ) কি তার ভেতরে নামায আদায় করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি ইয়ামানী দুই স্তম্ভের মধ্যস্থলে নামায আদায় করেছেন।
الصلاة في الكعبة
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْبَيْتَ هُوَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلاَلٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ فَأَغْلَقُوا عَلَيْهِمْ فَلَمَّا فَتَحَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كُنْتُ أَوَّلَ مَنْ وَلَجَ فَلَقِيتُ بِلاَلاً فَسَأَلْتُهُ هَلْ صَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ نَعَمْ صَلَّى بَيْنَ الْعَمُودَيْنِ الْيَمَانِيَيْنِ .
