কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৭. আযান - ইকামতের অধ্যায়

হাদীস নং: ৬৮২
আন্তর্জাতিক নং: ৬৮২
আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে নামায
৬৮৩। ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মুয়াযযিন আযান শেয করলে রাসূলুল্লাহ (ﷺ) এর কোন কোন সাহাবী মসজিদের খুটির নিকট যেতেন এবং রাসূলুল্লাহ (ﷺ) (হুজরা হতে) বের না হওয়া পর্যন্ত নামায আদায় করতেন। মাগরিবের পূর্বেও তাঁরা (নফল) নামায আদায় করতেন। তবে মাগরিবের আযান ও ইকামতের মধ্যে বেশী বিলম্ব করা হত না।
الصلاة بين الأذان والإقامة
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ الأَنْصَارِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ الْمُؤَذِّنُ إِذَا أَذَّنَ قَامَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَبْتَدِرُونَ السَّوَارِيَ يُصَلُّونَ حَتَّى يَخْرُجَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُمْ كَذَلِكَ وَيُصَلُّونَ قَبْلَ الْمَغْرِبِ وَلَمْ يَكُنْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ شَىْءٌ .
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে নাসায়ী - হাদীস নং ৬৮২ | মুসলিম বাংলা