আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩- উযূর অধ্যায়

হাদীস নং:
১৪৫। উভয় মোজার ওপর মাসাহ্‌ করা
২০২। আসবাগ ইবনুল ফারাজ (রাহঃ) ......... সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) তাঁর উভয় মোজার ওপর মাসাহ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর (তার পিতা) উমর (রাযিঃ)-কে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ হ্যাঁ! সা’দ (রাযিঃ) নবী (ﷺ) থেকে কিছু বর্ণনা করলে সে ব্যাপারে আর অন্যকে জিজ্ঞাসা করো না।

মুসা ইবনে উকবা (রাহঃ) ......... সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ অতঃপর উমর (রাযিঃ) আব্দুল্লাহ (রাযিঃ) কে অনুরূপ বললেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন