কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৭. আযান - ইকামতের অধ্যায়
হাদীস নং: ৬৩৬
আন্তর্জাতিক নং: ৬৩৬
বাড়িতে অন্য লোকের আযান যথেষ্ট হওয়া।
৬৩৭। ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ) ......... আইয়্যুব (রাহঃ) আবু কিলাবা (রাযিঃ) থেকে, তিনি আমর ইবনে সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন। (আইয়্যুব বলেন) আবু কিলাবা (রাহঃ) আমাকে বলেছেন যে, আমর ইবনে সালামা (রাহঃ) এখনও জীবিত আছেন, আপনি এখনো তাঁর সঙ্গে সাক্ষাত করেন না কেন? আইয়্যুব বলেনঃ আমি গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করে তাকে জিজ্ঞাসা করি। তিনি বলেনঃ মক্কা বিজয়ের পর প্রত্যেক গোত্রই দ্রুত ইসলাম কবুল করতে আরম্ভ করে। আমাদের গোত্রের সকলের পক্ষ থেকে আমার পিতা ইসলাম কবুল করার জন্য যান। তার প্রত্যাবর্তনের সময় আমরা তাকে অভ্যর্থনা জ্ঞাপন করি। তখন তিনি বলেনঃ আল্লাহর শপথ! আমি অবশ্যই রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট থেকে তোমাদের কাছে এসেছি। তিনি বললেনঃ অমুক নামায অমুক সময়ে আদায় করবে এবং যখন নামাযের সময় উপস্থিত হবে, তোমাদের মধ্যে একজন আযান দিবে এবং তোমাদের মধ্যে যার কুরআন বেশী জানা আছে, সে ইমামতি করবে।
اجتزاء المرء بأذان غيره في الحضر
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَمْرِو بْنِ سَلِمَةَ، فَقَالَ لِي أَبُو قِلاَبَةَ هُوَ حَىٌّ أَفَلاَ تَلْقَاهُ . قَالَ أَيُّوبُ فَلَقِيتُهُ فَسَأَلْتُهُ فَقَالَ لَمَّا كَانَ وَقْعَةُ الْفَتْحِ بَادَرَ كُلُّ قَوْمٍ بِإِسْلاَمِهِمْ فَذَهَبَ أَبِي بِإِسْلاَمِ أَهْلِ حِوَائِنَا فَلَمَّا قَدِمَ اسْتَقْبَلْنَاهُ فَقَالَ جِئْتُكُمْ وَاللَّهِ مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَقًّا فَقَالَ " صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا وَصَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا " .


বর্ণনাকারী: