কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৬. নামাযের সময়সূচী

হাদীস নং: ৫৮১
আন্তর্জাতিক নং: ৫৮১
সূর্যাস্তের পূর্বে নামায আদায় করার অনুমতি।
৫৮২। উসমান ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... ইমরান ইবনে হুদায়র (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সূর্যাস্তের পূর্বে দু’রাক’আত আদায় করা সম্বন্ধে আমি লাহিক (ইবনে হুমায়দ সা’দুসী) (রাহঃ) কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ) তা আদায় করতেন। তখন মুআবিয়া (রাযিঃ) আব্দুল্লাহ ইবনে জুবায়র (রাযিঃ) এর নিকট পত্র পাঠালেন যে, সূর্যাস্তের পূর্বে এই দু’রাক'আত কিসের নামায? আব্দুল্লাহ ইবনে জুবায়র (রাযিঃ) উম্মে সালামা (রাযিঃ)-এর শরণাপন্ন হলেন। উম্মে সালামা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এ দু’রাক’আত আসরের পূর্বে আদায় করতেন। একদিন কর্মব্যস্ততার দরুন আদায় করতে পারলেন না বলে সূর্যাস্তের সময় তা আদায় করলেন। আমি এর আগে বা পরে কখনও রাসূলুল্লাহ (ﷺ)-কে তা আদায় করতে দেখিনি।
الرخصة في الصلاة قبل غروب الشمس
أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، قَالَ أَنْبَأَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُدَيْرٍ، قَالَ سَأَلْتُ لاَحِقًا عَنِ الرَّكْعَتَيْنِ، قَبْلَ غُرُوبِ الشَّمْسِ فَقَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ يُصَلِّيهِمَا فَأَرْسَلَ إِلَيْهِ مُعَاوِيَةُ مَا هَاتَانِ الرَّكْعَتَانِ عِنْدَ غُرُوبِ الشَّمْسِ فَاضْطَرَّ الْحَدِيثَ إِلَى أُمِّ سَلَمَةَ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ الْعَصْرِ فَشُغِلَ عَنْهُمَا فَرَكَعَهُمَا حِينَ غَابَتِ الشَّمْسُ فَلَمْ أَرَهُ يُصَلِّيهِمَا قَبْلُ وَلاَ بَعْدُ .
সুনানে নাসায়ী - হাদীস নং ৫৮১ | মুসলিম বাংলা