কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৬. নামাযের সময়সূচী
হাদীস নং: ৫৫৭
আন্তর্জাতিক নং: ৫৫৭
যে ব্যক্তি নামাযের এক রাক'আত পেল।
৫৫৮। মুসা ইবনে সুলায়মান (রাহঃ) ......... সালিম (রাহঃ) এর পিতা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি জুমআ বা অন্য কোনো নামাযের এক রাক’আত পেল, তার নামায পূর্ণ হয়ে গেলো (অর্থাৎ সে জামাআতের সাওয়াব পেল)।
من أدرك ركعة من الصلاة
أَخْبَرَنِي مُوسَى بْنُ سُلَيْمَانَ بْنِ إِسْمَاعِيلَ بْنِ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ يُونُسَ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الْجُمُعَةِ أَوْ غَيْرِهَا فَقَدْ تَمَّتْ صَلاَتُهُ " .
