আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২১৩৮
১৩৩৩. যদি কোন ব্যক্তি দ্রব্য সামগ্রী বা জানোয়ার খরিদ করে হস্তগত করার পূর্বে তা বিক্রেতার নিকটই রেখে দেয়, এরপর বিক্রেতা সে পণ্য বিক্রি করে দেয় বা বিক্রেতা মারা যায়। ইবনে উমর (রাযিঃ) বলেন, যদি বিক্রয়কালে বিক্রিত পশু জীবিত ও যথাযথ অবস্থায় থাকে (এবং পরে তার কোন ক্ষতি হয়) তবে তা ক্রেতার মাল নষ্ট হয়েছে বলে গণ্য হবে।
২০০৫. ফারওয়া ইবনে আবুল মাগরা (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, এমন দিন খুব কমই গিয়েছে, যে দিন সকালে বা বিকালে রাসূলুল্লাহ (ﷺ) (আমার পিতা) আবু বকর (রাযিঃ)-এর ঘরে আসেন নি। যখন তাঁকে (আল্লাহ্ তাআলার পক্ষ হতে) মদীনার উদ্দেশ্যে বের হওয়ার অনুমতি দেওয়া হল, তখন তিনি একদিন দুপুরের সময় আগমন করায় আমরা শংকিত হয়ে পড়লাম। আবু বকর (রাযিঃ)-কে এ সংবাদ জানানো হলে তিনি বলে উঠলেন, নবী (ﷺ) বিশেষ কোন ঘটনার কারণেই অসময়ে আগমন করেছেন। যখন নবী করীম (ﷺ) প্রবেশ করলেন, তখন তিনি আবু বকর (রাযিঃ)-কে বললেন, যারা তোমার কাছে আছে তাদের সরিয়ে দাও।
আবু বকর (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! এরা তো আমার দুই কন্যা আয়িশা ও আসমা’। তিনি বললেন, তুমি কি জান, আমাকে তো বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে? আবু বকর (রাযিঃ) বললেন, আপনার সফর সঙ্গী হওয়া আমার কাম্য ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, হ্যাঁ, তুমি আমার সফর সঙ্গী হবে। আবু বকর (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে দুটি উটণী রয়েছে, যা আমি হিজরতের জন্য প্রস্তুত রেখেছি। এর একটি আপনি গ্রহণ করুন। তিনি বললেন, আমি মূল্যের বিনিময়ে তা গ্রহণ করলাম।
আবু বকর (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! এরা তো আমার দুই কন্যা আয়িশা ও আসমা’। তিনি বললেন, তুমি কি জান, আমাকে তো বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে? আবু বকর (রাযিঃ) বললেন, আপনার সফর সঙ্গী হওয়া আমার কাম্য ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, হ্যাঁ, তুমি আমার সফর সঙ্গী হবে। আবু বকর (রাযিঃ) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে দুটি উটণী রয়েছে, যা আমি হিজরতের জন্য প্রস্তুত রেখেছি। এর একটি আপনি গ্রহণ করুন। তিনি বললেন, আমি মূল্যের বিনিময়ে তা গ্রহণ করলাম।
