কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৬. নামাযের সময়সূচী

হাদীস নং: ৫০৯
আন্তর্জাতিক নং: ৫০৯
নামাযের সময়সূচী
আসরের নামায তাড়াতাড়ি পড়া।
৫১০। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... আবু বকর ইবনে উসমান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উমামা ইবনে সাহল (রাহঃ)-কে বলতে শুনেছি যে, আমরা উমর ইবনে আব্দুল আজীজ (রাহঃ)-এর সঙ্গে যোহরের নামায আদায় করে বের হলাম। তারপর আমরা আনাস (রাযিঃ)-এর নিকট গেলাম এবং তাঁকে আসরের নামায আদায় করতে দেখতে পেলাম। আমি বললাম, হে পিতৃব্য! এ কোন নামায, যা আপনি আদায় করলেন? তিনি বললেন, আসরের নামায এবং এটাই রাসূলুল্লাহ (ﷺ)-এর নামায যা আমরা (তাঁর সাথে) আদায় করতাম।
كتاب المواقيت
تعجيل العصر
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلٍ، يَقُولُ صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ قُلْتُ يَا عَمِّ مَا هَذِهِ الصَّلاَةُ الَّتِي صَلَّيْتَ قَالَ الْعَصْرَ وَهَذِهِ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي كُنَّا نُصَلِّي
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)