কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৫. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৯০
আন্তর্জাতিক নং: ৪৯০
কোন অবস্থায় কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে নামায আদায় করা যায়
৪৯১। ঈসা ইবনে হাম্মাদ যুগবা, আহমদ ইবনে আমর ইবনে সারহ ও হারিস ইবনে মিসকীন (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ কাবা অভিমুখী হয়ে নামায আদায় করার হুকুম আসার পূর্বে রাসূলুল্লাহ (ﷺ) উটের পিঠের উপর (নফল) নামায আদায় করতেন তাতে উট যেদিকেই মুখ করে থাকুক এবং বিতরের নামায উটের উপরই আদায় করে নিতেন। তবে ফরয নামায এভাবে আদায় করতেন না।
باب الحال التي يجوز فيها استقبال غير القبلة
أَخْبَرَنَا عِيسَى بْنُ حَمَّادٍ زُغْبَةُ وَأَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، - وَاللَّفْظُ لَهُ - عَنِ ابْنِ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُسَبِّحُ عَلَى الرَّاحِلَةِ قِبَلَ أَىِّ وَجْهٍ تَتَوَجَّهُ وَيُوتِرُ عَلَيْهَا غَيْرَ أَنَّهُ لاَ يُصَلِّي عَلَيْهَا الْمَكْتُوبَةَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে নাসায়ী - হাদীস নং ৪৯০ | মুসলিম বাংলা