কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
৪. গোসল ও তায়াম্মুমের অধ্যায়
হাদীস নং: ৪৩৯
আন্তর্জাতিক নং: ৪৩৯
মাযী বের হলে ওযু করা
৪৪০। সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... সুলাইমান ইবনে ইয়াসার (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আলী ইবনে আবু তালিব (রাযিঃ) মিকদাদ (রাযিঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট পাঠালেন যেন তিনি তাঁকে এমন ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন, যার মযী নির্গত হয়। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ সে তার পুরুষাঙ্গ ধৌত করবে এবং উযু করবে।
باب الوضوء من المذي
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ لَيْثِ بْنِ سَعْدٍ، عَنْ بُكَيْرِ بْنِ الأَشَجِّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ أَرْسَلَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ - رضى الله عنه - الْمِقْدَادَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَسْأَلُهُ عَنِ الرَّجُلِ يَجِدُ الْمَذْىَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَغْسِلُ ذَكَرَهُ ثُمَّ لْيَتَوَضَّأْ "
