আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২৬- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২১২৯
১৩২৯. রাসূলূল্লাহ্ (ﷺ) এর সা’ মুদ এর বরকত। এ প্রসঙ্গে আয়িশা ছিদ্দিকা (রাযিঃ) সূত্রে হাদীস বর্ণিত রয়েছে।
১৯৯৬. মুসা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে যায়দ (রাযিঃ) সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ইবরাহীম (আ.) মক্কাকে হারাম ঘোষণা করেছেন ও তার জন্য দুআ করেছেন। আমি মদীনাকে হারাম ঘোষণা করেছি, যেমন ইবরাহীম (আ.) মক্কাকে হারাম ঘোষণা করেছেন এবং আমি মদীনার এক মুদ ও সা’ এর জন্য দুআ করেছি। যেমন ইবরাহীম (আ.) মক্কার জন্য দুআ করেছিলেন।

* মাপের বিভিন্ন পরিমাণের পাত্র বিশেষ। এক সা' সাড়ে তিন সের সমান। মুদ এক সা' এর চতুর্থাংশ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন