কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ

৪. গোসল ও তায়াম্মুমের অধ্যায়

হাদীস নং: ৪২৪
আন্তর্জাতিক নং: ৪২৪
জানাবাতের গোসলে সর্বশরীরে পানি পৌঁছানো
৪২৪। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন জানাবাতের গোসল করতেন তখন তিনি দুধ দোহনের ন্যায় কোন পাত্র আনাতেন এবং তা থেকে এক অঞ্জলি পানি নিয়ে মাথার ডান পার্শ্ব থেকে আরম্ভ করতেন পরে বাম পার্শ্বে পানি ঢালতেন। তারপর দু’হাত দ্বারা পানি নিতেন এবং তা দ্বারা মাথায় পানি ঢালতেন।
باب استبراء البشرة في الغسل من الجنابة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ دَعَا بِشَىْءٍ نَحْوِ الْحِلاَبِ فَأَخَذَ بِكَفِّهِ بَدَأَ بِشِقِّ رَأْسِهِ الأَيْمَنِ ثُمَّ الأَيْسَرِ ثُمَّ أَخَذَ بِكَفَّيْهِ فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ .

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, গোসলের সময় শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ ধুয়ার ক্ষেত্রে প্রথমে মাথার ডান পাশ অতঃপর মাথার বাম পাশ ধুবে। আর এ নিয়মে অন্যান্য অঙ্গ-প্রতঙ্গও প্রথমে ডান এবং পরে বামটা ধুবে। ডান দিক থেকে শুরু করার এ আমলই হানাফী মাযহাবে গ্রহণ করা হয়েছে। (শামী: ১/১৫৯)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সুনানে নাসায়ী - হাদীস নং ৪২৪ | মুসলিম বাংলা